বেতন বৃদ্ধির দাবিতে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ধর্মঘট , বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনা
বেতন বৃদ্ধির দাবি সহ একাধিক দাবিতে বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৭২ ঘণ্টা ধর্মঘটে নেমেছে অস্থায়ী কর্মীরা। শুক্রবার সকাল ৬ টা থেকে ডিভিসি র মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বার্ষিক রক্ষণাবেক্ষণের (মেইনটেনেন্স) কাজে নিযুক্ত ঠিকা শ্রমিকরা ৭২ ঘণ্টার ধর্মঘট ও অবস্থান বিক্ষোভের ডাক দেয়। আরও পড়ুনঃ রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত ৩ হাজার ৭২০ জন তাঁদের অভিযোগ, ২০১৭ থেকে বেতন বৃদ্ধি, বোনাস সহ একাধিক দাবিতে তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এরপরেও কর্তৃপক্ষ তাদের কথা শুনছে না বলে অভিযোগ অস্থায়ী কর্মীদের। এর ফলে আটটি ইউনিটের কাজ স্তব্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা তৈ্রি হয়েছে। কলকাতায় সদর দফতরের সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। এই ধর্মঘট যদি না ওঠে , তাহলে পুজোর সময়ে রাজ্যে বড়সড় বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে ।